১২ সেপ্টেম্বর ২০২৪: চিকিৎসকদের সঙ্গে বৈঠক করার জন্য নবান্নের সভাঘরে দুই ঘণ্টার বেশি সময় অপেক্ষা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু শেষমেশ বৈঠকটি হল না। এরপর সাংবাদিক সম্মেলনে মমতা জানালেন, তিনি পদত্যাগ করতে প্রস্তুত, তবে কেউ কেউ বিচার চান না, বরং কেবল ক্ষমতার আসন চান।
গত মঙ্গলবার থেকে আরজি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসেছেন জুনিয়র চিকিৎসকরা। মুখ্যমন্ত্রী এর আগেও দুই দিন তাঁদের সঙ্গে আলোচনায় বসার চেষ্টা করেছিলেন। বৃহস্পতিবার তৃতীয়বারের মতো বৈঠক বাতিল হল। চিকিৎসকরা বৈঠকের জন্য দুটি প্রধান শর্ত দিয়েছিলেন—একটি ছিল বৈঠক সরাসরি সম্প্রচার করতে হবে এবং দ্বিতীয়টি ছিল ৩০ জন প্রতিনিধি নিয়ে নবান্নে বৈঠক করতে হবে। কিন্তু এই দুটি শর্তই রাজ্য মেনে নেয়নি, যার ফলে বৈঠক ভেস্তে যায়।
বৈঠক বাতিল হওয়ার পর মমতা নবান্ন থেকে বলেন, “তিন দিনেও সমাধান করতে পারলাম না। বাংলার মানুষের কাছে আমি ক্ষমা চাইছি। যারা নবান্নে এসেও বৈঠকে এলেন না, তাঁদের আমি ক্ষমা করেছি। আমি পদত্যাগ করতে প্রস্তুত আছি। সাধারণ মানুষ বিষয়টির গভীরতা বুঝতে পারেননি। ওরা বিচার চায় না, ওরা শুধু চেয়ার চায়। আমি আশা করি, মানুষ এ বিষয়ে সচেতন হবেন।”
বৈঠক না হওয়ায় জুনিয়র চিকিৎসকরা নবান্নের সামনেই বসে পড়েছেন। মুখ্যমন্ত্রী জানান, অনেক চিকিৎসক বৈঠকে আগ্রহী ছিলেন, কিন্তু বাইরে থেকে সমঝোতা না করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, “অনেকেই আলোচনার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু দু’তিনজন রাজি হননি। আমি বাংলার মানুষের কাছে ক্ষমা চাইছি এবং ডাক্তারদের অনুরোধ করছি, তাঁরা যেন কাজে ফিরে আসেন।”