দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds
"আজ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত অধিকাংশ মেট্রো রেক: কলকাতা মেট্রো পরিষেবায় নয়া ধাঁচ"

“আজ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত অধিকাংশ মেট্রো রেক: কলকাতা মেট্রো পরিষেবায় নয়া ধাঁচ”

২৩ ডিসেম্বর ২০২৪
নিজস্ব প্রতিবেদন, কলকাতা: কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা আজ থেকে নতুন ধাঁচে শুরু হচ্ছে। এতদিন বেশিরভাগ মেট্রো রেক কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত চলত। তবে, আজ সোমবার থেকে পরীক্ষামূলকভাবে বেশিরভাগ মেট্রো রেক উত্তরমুখী প্রান্তে দক্ষিণেশ্বর পর্যন্ত যাবে। সারাদিনে কেবল চারটি মেট্রো রেক দমদমে যাত্রা শেষ করবে।

কবি সুভাষ থেকে এই চারটি মেট্রো ছাড়বে যথাক্রমে সকাল ৮টা ২৭ মিনিট, সকাল ৮টা ৪৮ মিনিট, রাত ৯টা ১২ মিনিট এবং রাত ৯টা ৪০ মিনিটে। নতুন এই ব্যবস্থায় যাত্রীরা নর্থ-সাউথ করিডরে সারাদিনে ৭ মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাবেন।

অন্যদিকে, নোয়াপাড়া থেকে দিনের প্রথম মেট্রো সকাল ৬টা ৫০ মিনিটে ছাড়বে। দক্ষিণেশ্বর থেকে দিনের প্রথম মেট্রো সকাল ৭টায় কবি সুভাষের উদ্দেশ্যে যাত্রা করবে, যা আগে ৬টা ৫৫ মিনিটে ছাড়ত। রাতের শেষ মেট্রো দক্ষিণেশ্বর থেকে রাত ৯টা ৩৩ মিনিটে কবি সুভাষের দিকে রওনা হবে, যেখানে আগে এটি ৯টা ২৮ মিনিটে ছাড়ত।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত রাত ১০টা ৪০ মিনিটের নাইট সার্ভিস আগের মতোই কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত চলবে। তবে রবিবার ও অন্যান্য ছুটির দিনে মেট্রো পরিষেবায় কিছুটা পরিবর্তন থাকবে। ওই দিনগুলিতে তিনটি মেট্রো রেক দমদম পর্যন্ত যাবে।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
error: Content is protected !!