দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

অস্কারের দৌড়ে প্রথম বাংলা ছবি ‘পুতুল’: ইতিহাস গড়ল ইন্দিরা ধর মুখোপাধ্যায়ের সৃষ্টি!

অস্কারের দৌড়ে প্রথম বাংলা ছবি ‘পুতুল’: ইতিহাস গড়ল ইন্দিরা ধর মুখোপাধ্যায়ের সৃষ্টি!

বাংলা সিনেমার ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচন করল ইন্দিরা ধর মুখোপাধ্যায়ের পরিচালিত ছবি ‘পুতুল’। প্রথমবারের মতো কোনও বাংলা ছবি অস্কারের দৌড়ে জায়গা করে নিল। ‘দ্য অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স অ্যান্ড সায়েন্সেস’ সম্প্রতি যে তালিকা প্রকাশ করেছে, সেখানে ‘পুতুল’ ছবির নাম দেখা গিয়েছে।

এই বছর মোট ৩২৩টি ছবি অ্যাকাডেমি পুরস্কারের যোগ্যতার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। তবে ‘বেস্ট পিকচার’ বিভাগে স্থান পেয়েছে ২০৭টি ছবি, যার মধ্যে ‘পুতুল’ অন্যতম। এটি বাংলা চলচ্চিত্রের গৌরবকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।

এর আগে, ‘পুতুল’ ছবির গান ‘ইতি মা’ অস্কারের জন্য মনোনীত হয়েছিল, যদিও তা পরবর্তীতে দৌড় থেকে ছিটকে গিয়েছিল। তবে এবার মূল ছবির সাফল্যে ভীষণ খুশি পরিচালক ইন্দিরা ধর মুখোপাধ্যায়।

পরিচালকের মতে, এই অর্জন বাংলা সিনেমার জন্য এক বিশাল প্রেরণা। আগামী ৮ জানুয়ারি থেকে ছবির চূড়ান্ত নির্বাচন প্রক্রিয়া শুরু হবে এবং তা শেষ হবে ১২ জানুয়ারির মধ্যে। এখন অপেক্ষা, বাংলার এই গর্ব আবার কবে বড় খবর নিয়ে ফিরে আসে।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!