দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds
হাত-পায়ের কালো দাগ দূর করতে ঘরোয়া উপায়

হাত-পায়ের কালো দাগ দূর করতে ঘরোয়া উপায়

অনেকেই রূপচর্চার কথা বলতে গেলে কেবল মুখের ত্বকের যত্ন নেন। কিন্তু শরীরের অন্যান্য অংশ, বিশেষত হাত ও পায়ের দিকে তেমন খেয়াল দেওয়া হয় না। এ কারণেই অযত্নের ফলে হাত-পায়ে কালচে দাগ পড়ে। তবে চিন্তা নেই, ঘরোয়া কিছু উপাদানের সঠিক ব্যবহারেই এই সমস্যা সমাধান করা সম্ভব।

যেভাবে মুখের ত্বক আলাদা যত্ন চায়, সেভাবেই হাত ও পায়েরও প্রয়োজন নিয়মিত পরিচর্যা। দিনের বেলা ধুলো, ময়লা, রোদ আর দূষণের প্রভাবে হাত-পায়ে কালচে দাগ দেখা দিতে পারে। কিন্তু ঘরোয়া কিছু সহজলভ্য উপাদান ব্যবহার করে হাত-পায়ের উজ্জ্বলতা ফিরিয়ে আনা সম্ভব।

অ্যালোভেরা ও শসার রস

অ্যালোভেরা একটি চমৎকার প্রাকৃতিক উপাদান, যা ত্বকের জন্য অত্যন্ত উপকারী। অ্যালোভেরা জেল ত্বকের বয়সের ছাপ কমাতে সাহায্য করে এবং রোদে পোড়া ত্বক দ্রুত আরোগ্য করে। শসার রসও হাত-পায়ের কালচে দাগ দূর করতে কার্যকরী। অ্যালোভেরা ও শসার মিশ্রণ দিয়ে একটি প্যাক তৈরি করা যায়। এক টেবিল চামচ অ্যালোভেরা জেল ও তিন টেবিল চামচ শসার রস মিশিয়ে এই প্যাকটি তৈরি করে নিতে হবে। এটি সপ্তাহে দুইবার হাত-পায়ে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলতে হবে। নিয়মিত ব্যবহারে কালো দাগ ও রোদে পোড়া ত্বক সেরে উঠবে। শুধু অ্যালোভেরা জেলও কালো দাগ দূর করতে দারুণ কার্যকর।

পাকা পেঁপে

পাকা পেঁপে ত্বকের জন্য একটি প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে। এটি ত্বকের মৃত কোষ সরিয়ে ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনে। পাকা পেঁপের অ্যান্টি-এজিং উপাদানগুলো ত্বককে ফ্রি র‍্যাডিক্যাল থেকে রক্ষা করে। ত্বককে আর্দ্র রাখতেও পেঁপে কার্যকর। পাকা পেঁপে চটকে হাত ও পায়ে লাগিয়ে সপ্তাহে তিনবার ব্যবহার করলে হাত-পায়ের কালচে ভাব কমে যাবে।

আলু ও লেবুর রস

আলু ত্বকের যে কোনো ধরনের কালচে দাগ দূর করতে সহায়ক। আর লেবুর রসে থাকে ভিটামিন সি, যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। এক টেবিল চামচ আলুর রস ও লেবুর রস মিশিয়ে সপ্তাহে চারদিন হাত ও পায়ে লাগালে দাগ দূর হবে। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে। নিয়মিত ব্যবহারে দাগ পুরোপুরি চলে যাবে।

বেসন ও হলুদ

বেসন ত্বকের পরিচর্যায় যুগ যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে। এটি ত্বককে উজ্জ্বল করতে সহায়তা করে। দুই টেবিল চামচ বেসনের সঙ্গে এক চা চামচ হলুদ গুঁড়া, দুই টেবিল চামচ কাঁচা দুধ বা গোলাপ জল এবং কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করতে হবে। এই প্যাক সপ্তাহে দুইবার হাত-পায়ে লাগালে কালো দাগ দূর হবে এবং ত্বক উজ্জ্বল হবে।

কমলার খোসায় থাকা সাইট্রিক অ্যাসিড ত্বকের কালচে দাগ দূর করতে সাহায্য করে। খোসা শুকিয়ে গুঁড়ো করে পাউডার তৈরি করতে হবে। এরপর ৪ টেবিল চামচ কমলার খোসার গুঁড়োর সঙ্গে দুধ মিশিয়ে পেস্ট বানিয়ে তা হাত-পায়ে লাগাতে হবে। ২০ মিনিট পর ধুয়ে ফেলতে হবে। এই প্যাক ত্বকের ময়লা দূর করার পাশাপাশি উজ্জ্বলতা ফিরিয়ে আনে।

এই ঘরোয়া উপাদানগুলো নিয়মিত ব্যবহারে হাত-পায়ের কালো দাগ দূর হয়ে ত্বক ফিরে পাবে স্বাভাবিক উজ্জ্বলতা।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
error: Content is protected !!