বলিউড তারকা সলমন খানকে ফের হুমকি দিল লরেন্স বিশ্নোই গোষ্ঠী। বৃহস্পতিবার রাতে মুম্বইয়ের ট্রাফিক কন্ট্রোল রুমে এই হুমকির বার্তা পাঠানো হয়েছে। জানা গিয়েছে, একটি গানের কারণে এই উত্তেজনা ছড়িয়েছে। গানটি সলমন এবং বিশ্নোই গোষ্ঠীকে সম্পর্কিত করে লেখা হয়েছে বলে দাবি। এই ঘটনায় ক্ষুব্ধ হয়েছে গ্যাংস্টারের সমর্থকরা। তাদের বক্তব্য, এই গানের স্রষ্টার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে এবং সলমনকে চ্যালেঞ্জ করে বলা হয়েছে, ওই লেখককে বাঁচিয়ে দেখাতে।
বিশ্নোই গোষ্ঠী অভিযোগ করেছে যে, সলমন খানের সাথে সম্পর্কিত করে একটি গান লেখা হয়েছে, যা তাদের অসন্তুষ্ট করেছে। তারা হুমকি দিয়েছে যে, এক মাসের মধ্যে ওই গানের লেখককে খুঁজে প্রতিশোধ নেবে। সলমনের উদ্দেশ্যে বার্তা পাঠিয়ে তারা জানিয়েছে, ‘‘যদি শক্তি থাকে তবে সেই গান লেখককে বাঁচিয়ে দেখান।’’
কয়েক দিন আগে মহারাষ্ট্রের এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে বান্দ্রায় গুলি করে খুন করা হয়। এই ঘটনার সঙ্গে লরেন্স বিশ্নোই গোষ্ঠীর নাম যুক্ত হয়েছে। গুজরাতের জেলে বন্দি লরেন্স বিশ্নোইয়ের ভাই আনমোল বিশ্নোই বিদেশ থেকে এই হত্যার পরিকল্পনা করেছিলেন বলে অভিযোগ উঠেছে। এনআইএ তার মাথার মূল্য ১০ লক্ষ টাকা ধার্য করেছে এবং দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা করা হচ্ছে। সিদ্দিকির খুনের ঘটনার পর থেকেই সলমনকে বারবার হুমকি দেওয়া হচ্ছে এবং কখনও পাঁচ কোটি, কখনও বা দুই কোটি টাকা দাবি করা হয়েছে।
সলমনের ওপর বিশ্নোই গোষ্ঠীর ক্ষোভ বহু পুরনো। ১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ হত্যার পর থেকে তারা সলমনকে ক্ষমা চাইতে বলেছে, কিন্তু সলমন তা করেননি। ফলে কালের সঙ্গে সঙ্গে তাদের ক্ষোভ আরও বেড়েছে। এখন আবার নতুন করে এই হুমকির সম্মুখীন হয়েছেন বলিউডের ‘ভাইজান’।