অম্বিকা কুন্ডু, ১৬ সেপ্টেম্বর ২০২৪, কলকাতা: গত দু’দিন এর মুখ্যমন্ত্রী-জুনিয়র ডাক্তারদের বৈঠক অসফল হওয়ার পর আরও একবার আজ বিকেল ৫টায় মুখ্যমন্ত্রীর কালীঘাটে তার নিজ বাসভবনে জুনিয়র ডাক্তারদের আহ্বান জানিয়ে চিঠি লেখেন। তবে এবারেও মুখ্যসচিব উল্লেখ করেছেন কোনরূপ লাইভ স্ট্রিমিং,ভিডিওগ্রাফি হবেনা।
গত দিন জুনিয়র ডাক্তারেরা লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফি ছাড়াই রাজি হয়েছিল বৈঠকের জন্য কিন্তু শেষ মুহূর্তে মুখ্যমন্ত্রী তরফ থেকে জানানো হয় অনেক দেরি হয়ে গেছে এখন আর সম্ভব নয়। এই বলে ডাক্তারদের ফিরিয়ে দেওয়া হয়। তবে এইবার জুনিয়র ডাক্তাররা কি করবেন?এই আহ্বান কি তারা সাড়া দেবেন? লাইভ স্ট্রিমিং না হোক সাধারণ ভিডিওগ্রাফিতে সমস্যা কি মুখ্যমন্ত্রী সহ মুখ্যসচিব এর?
দেখার বিষয় এইবার জুনিয়র ডাক্তাররা কি ভিডিওগ্রাফি ছাড়া বৈঠক করতে কি রাজি হবে?