মহালয়ার সকালে শুভশ্রীর ‘নবদুর্গা’র মহিমান্বিত রূপ: ব্রহ্মচারিণী অঙ্কিতা এবং অন্যান্য রূপে কারা?

মহালয়ার সকালে শুভশ্রীর ‘নবদুর্গা’র মহিমান্বিত রূপ: ব্রহ্মচারিণী অঙ্কিতা এবং অন্যান্য রূপে কারা?

মহালয়ার পূণ্য প্রভাতে জি বাংলার পর্দায় দেবী দুর্গার রূপে ধরা দিতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁর সঙ্গে থাকবেন এই চ্যানেলের বিভিন্ন জনপ্রিয় ধারাবাহিকের নায়িকারা, যাঁদেরকে দেখা যাবে দেবীর বিভিন্ন রূপে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে কোন নায়িকাকে কোন রূপে দেখা যাবে তার বিস্তারিত।

জি বাংলার প্রভাতী অনুষ্ঠান: দেবীর নয়টি রূপ

মহালয়ার বিশেষ এই অনুষ্ঠানের জন্য সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষ একটি প্রোমো প্রকাশ করেছে, যেখানে দেখা গেছে শুভশ্রী গঙ্গোপাধ্যায় দেবী দুর্গার মহিষাসুরমর্দিনীর রূপে অসুর নিধনে ব্রতী হয়েছেন। লাল বেনারসি পরে যুদ্ধক্ষেত্রে দেবীরূপে হাজির হয়েছেন তিনি। এই প্রভাতী অনুষ্ঠানে দেবীর নয়টি রূপের কথা তুলে ধরা হবে, যেখানে তিনটি রূপে দেখা যাবে এই চ্যানেলের তিন জনপ্রিয় নায়িকাকে।

দেবীর রূপে নায়িকাদের উপস্থিতি

এই প্রোমোতে দেবী শৈলপুত্রীর ভূমিকায় এক খুদে অভিনেত্রীকে দেখা গেছে, যিনি তারকাসুর বধের জন্য প্রস্তুত। অন্যদিকে, ‘কে প্রথম কাছে এসেছি’ ধারাবাহিকের মধুবনী ওরফে মোহনা মাইতি ধরা দিয়েছেন দেবী চন্দ্রঘণ্টার রূপে। আর ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের জ্যাস সান্যাল ওরফে অঙ্কিতা মল্লিককে দেখা গেছে দেবী ব্রহ্মচারিণীর রূপে।

মহালয়ার দিন ভোর ৫টা থেকে শুরু হবে এই বিশেষ প্রভাতী অনুষ্ঠান, যেখানে দর্শকরা দেবী দুর্গার এই নয়টি রূপের মাধ্যমে শুভশ্রীর অসাধারণ অভিনয় দেখতে পাবেন।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!