দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds
মল্লিক বাড়িতে নেই ১০০ বছর পূর্তির দূর্গা পুজোর উৎসব

মল্লিক বাড়িতে নেই ১০০ বছর পূর্তির দূর্গা পুজোর উৎসব

অম্বিকা কুন্ডু, কলকাতা:
দরজায় কড়া নাড়ছে দুর্গাপুজো। চারিদিক আরজি কর হসপিটাল এন্ড কলেজে এর তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের কান্ড কে ঘিরে চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়ে রয়েছে। ডাক্তারদের ধরনা এবং সাধারণ জনগণের রাত দখল নিয়ে উত্তপ্ত পরিবেশ। বাতাসে যেন নেই উমার আগমনের উৎসাহ । বাতাসে ভাসছে পুজোর গন্ধ।ইতি মধ্যে মা এর জন্য তৈরি হচ্ছে প্যান্ডেল,অথচ অন্যান্য বারের মতন সেই পুজো পুজো ভাব। কিন্তু সকলেই বিচার পাওয়ার আশায়, সবাই দিন গুনছে কবে দোষী দৃষ্টান্ত মূলক শাস্তি পাবে?

মল্লিক বাড়ির দুর্গা পুজো উৎসব

তারই সঙ্গে তালে তাল মিলিয়ে গত ১০০বছরের মল্লিক বাড়ির দুর্গাপূজায় এবার থাকছে না উৎসব। অভিনেতা রঞ্জিত মল্লিক জানিয়েছেন, ‘ এবারের দুর্গাপুজোয় আনন্দ অন্যান্যবারের মতো নয়৷ বরং প্রতিবারের চেয়ে একটু ম্লান৷ এই বাড়ির পুজো কোনওদিনই বন্ধ হয়নি, তাই এবছর বন্ধ হবে না৷ তবে পুজোর চারটে দিন মল্লিক বাড়ি সকলের জন্য খোলা থাকে৷ তবে ১০০ বছরে এই প্রথমবার এই বাড়ির পুজো জনসাধারণের জন্য হবে না৷ এবং সর্বসাধারণের জন্য বাড়ির দরজা খোলা থাকবে না৷ বাড়ির ঘনিষ্ঠ লোকজনদের নিয়েই নিয়ম মেনে পুজো হবে, তবে উৎসব নয়৷’

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!