Ad_vid_720X90 (1)
Advertisment
প্রাণনাশের হুমকি পেলেন বিক্রান্ত মাসে! ‘দ্য সবরমতী রিপোর্ট’-এ বিতর্কের ঝড়

প্রাণনাশের হুমকি পেলেন বিক্রান্ত মাসে! ‘দ্য সবরমতী রিপোর্ট’-এ বিতর্কের ঝড়

অভিনেতা বিক্রান্ত মাসে এবার প্রাণনাশের হুমকি পেলেন। তবে, হুমকিদাতার পরিচয় নিয়ে কিছুই প্রকাশ করেননি তিনি। সলমনের পর এই ঘটনা ঘটলো এক নতুন বিতর্কিত ছবির সঙ্গে জড়িত থাকার কারণে। বিক্রান্তের মুক্তির অপেক্ষায় থাকা ছবি ‘দ্য সবরমতী রিপোর্ট’ এর প্রচারেই তাকে এই ভয়াবহ হুমকি দেওয়া হয়।

গোধরা কাণ্ডের পটভূমিতে তৈরি এই ছবি যে বিতর্কের ঝড় তুলবে, তা অনেকেই আন্দাজ করেছিল। তবে, সেই বিতর্কের সঙ্গে যুক্ত হয়েছে প্রাণনাশের হুমকি—যা অভিনেতা বিক্রান্তের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ছবির প্রচারের সময় বিক্রান্ত জানান, “আমরা ছবির টিম বিষয়টি খতিয়ে দেখছি এবং সবাই মিলে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছি। আমরা শিল্পী, গল্প বলি। এই ছবি সম্পূর্ণ তথ্যভিত্তিক। ছবিটি এখনও মুক্তি পায়নি, তাই আগে থেকেই কিছু অনুমান করা উচিত নয়।”

ধীরজ সরনা পরিচালিত এই সিনেমাতে গুজরাটের গোধরা রেলস্টেশনে ২০০২ সালের ভয়াবহ ঘটনাকে কেন্দ্র করে গল্প গড়ে উঠেছে। বিক্রান্ত ছবিতে একজন স্থানীয় সাংবাদিকের চরিত্রে অভিনয় করছেন, আর রাশি খান্না তার সহকর্মীর ভূমিকায় অভিনয় করেছেন। ঋদ্ধি ডোগরা সঞ্চালকের চরিত্রে থাকবেন।

ছবিটি প্রযোজনা করেছেন শোভা কাপুর, একতা কাপুর, আমুল ভি মোহন এবং অনশুল মোহন। বিক্রান্ত মাসে তার আগের ক্রাইম থ্রিলার ‘সেক্টর ৩৬’-এ বেশ প্রশংসা কুড়িয়েছেন, এবং এখন তাঁর অনুরাগীরা অপেক্ষা করছেন ‘দ্য সবরমতী রিপোর্ট’ এর জন্য।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
error: Content is protected !!